আফ্রিকার দেশ বুরুন্ডি ভ্রমণ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২৯, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

আফ্রিকার দেশ বুরুন্ডি ভ্রমণ

newsup
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩
আফ্রিকার দেশ বুরুন্ডি ভ্রমণ

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পাসপোর্টে বিশ্ব ভ্রমণ করা খুব একটা সহজ নয়। মানতে হয় অনেক নিয়ম-নীতি। যা একটি সুইডিশ পাসপোর্ট কিংবা ফিনল্যান্ডের পাসপোর্টে দরকার হয় না। তারা খুব সহজেই এখানে-সেখানে যেতে পারেন।

এরপরেও অনেকটা সাহস নিয়েই চলে এলাম আফ্রিকার ছোট দেশ বুরুন্ডিতে। আমার বিশ্ব ভ্রমণের ১৩৭ তম দেশ। ভিসা নিয়েছিলাম উগান্ডার রাজধানী কাম্পালা শহর থেকে। তবে অনলাইনে ভিসার মূল দেখেছিলাম ৭০ ডালার। কিন্তু অনলাইনে ভিসা ক্রয়ের ব্যবস্থা না থাকায় ৯০ ডলার দিয়ে সরাসরি কিনতে হবে।

Manual5 Ad Code

টাকা ব্যাংকে জমা দিয়ে ৩ দিন অপেক্ষা করে ভিসা পেয়েছিলাম। এই দেশে আসতে হলে বাই রোডে ১৫ ডলার দিয়ে কোভিড টেস্ট করিয়ে আসতে হয়। রুয়ান্ডার কিগালি শহর থেকে নিমাতা নামের ছোট শহরে বাসে করে আসি। তারপর সেখান থেকে বড্ডা বড্ডা (স্থানীয় গাড়ি) করে বর্ডারে নামি। সেখান থেকে পায়ে হেঁটে ইমিগ্রেশন পার হয়ে বুঝুন বড়া শহরে আসি ২৪ অক্টোবর রাত সাড়ে নয়টায়।

রাতের বেলা সস্তার কোনো হোটেল না পাওয়ায় ভিলেজ নামের একটি ইন্ডিয়ান স্বত্বাধিকারীর হোটেলে উঠি ৮০ ডলারের। গতকাল সারাদিন শহরের আশপাশে ঘোরাঘুরি করি। তারপর একটি সস্তার হোটেলে উঠি। এতে খরচ হয় ৩০ ডলার। খাওয়া-দাওয়া মোটামুটি সব কিছুই পাওয়া যায় তিন থেকে দশ ডলারের মধ্যে।

Manual7 Ad Code

বুরুন্ডি, আফ্রিকার মহাদেশের ছোট একটি দেশ। পাশে তানজিনিয়া, রূওয়ান্ডা ও কঙ্গো রয়েছে। এ দেশটিতে দেখার মতো তেমন কিছু না থাকলেও মানুষের জীবনযাত্রা ও দৈনন্দিন জীবন অনেক বৈচিত্র্যময়। দেখার মতো আছে একটি লেক। এখানকার ভাষা ফ্রেঞ্চ। ফরাসিরা এ দেশে অনেক বিনিয়োগ করেছে। সাধারণত এই দেশের অধিকাংশ লোকজন ব্যবসার খাতিরে। দরিদ্র দেশগুলোতে ইনভেস্টমেন্ট করার অনেক সুযোগ রয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code