ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক অধ্যায়ের সমাপ্তি ঘটানো সামরিক অভ্যুত্থানের দুই বছরের মাথায় দেশটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জান্তা। বিশ্লেষকরা বলছেন, সামরিক শাসনের বিরোধিতায় বিক্ষোভ চলমান থাকা অবস্থায় এই নির্বাচন আয়োজন রক্তপাত আরও বাড়িয়ে দিতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।
পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান অবস্থায় জান্তার পরিকল্পিত নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হবে না। এক বিশ্লেষক এটিকে জান্তার ক্ষমতায় থাকার বিষয়টিকে ন্যায্যতা দেওয়ার নাটক হিসেবে উল্লেখ করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।