ডেস্ক নিউজ: দেশের বৃহত্তম ফুল চাষের এলাকা যশোরের গদখালীর ফুলচাষিদের উৎসাহ বৃদ্ধিতে প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে সোনালী ব্যাংক লিমিটেড। শনিবার ঝিকরগাছার পানিসারায় প্রকাশ্যে এ ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে সোনালী ব্যাংক যশোর অঞ্চল।
সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার’স অফিস খুলনার জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।