সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন সাবিনা-সানজিদারা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:৫১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন সাবিনা-সানজিদারা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৩
সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন সাবিনা-সানজিদারা

ডেস্ক নিউজ: এই বছরে ফিফা উইন্ডোর সবগুলো স্লটই বেশ ভালোভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। সেটা ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাতেও। তাই পরিকল্পনা অনুযায়ী সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি তাদের মাঠে হবে সাবিনা-সানজিদাদের পরীক্ষা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ১৪০তম, সিঙ্গাপুর ১৩৪। প্রথম ম্যাচটি ফিফা টায়ার ওয়ান হলেও পরেরটি হবে অনানুষ্ঠানিক। পরের দিন একই দলের বিপক্ষে হবে শুধুমাত্র প্রস্তুতি ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচটি নিশ্চিত করে বাফুফের নারী উইং কমিটর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এসে বলেছেন, ‘আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে ওরা একটির বেশি খেলতে রাজি হয়নি। আপাতত একটি ফিফা প্রীতি ও একটি প্রস্তুতি ম্যাচ খেলছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।