ডেস্ক নিউজ: বিপিএলে ঢাকা ডমিনেটরস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। মঙ্গলবার এই ম্যাচ থেকে পাওয়ার কিছু ছিল না কোন দলের। তার পরেও ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে চট্টগ্রাম।
স্বাগতিক ঢাকার বিপক্ষে আগে ব্যাটিং করে চট্টগ্রাম ১১৮ রানে থেমেছে। সহজ সেই লক্ষ্য ছুঁতে পারেনি ঢাকা। ১০৩ রানে থামলে চট্টগ্রাম ১৫ রানের জয় পেয়েছে। এই জয়ে ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ অবস্থানে তারা। বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম। অন্যদিকে ঢাকা ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামের মতো ঢাকার শুরুটাও ছিল ছন্নছাড়া। ওপেনিং পজিশনে পদন্নতি পাওয়া আব্দুল্লাহ আল মামুন ২ রানে বিদায় নিলে ভাঙে ওপেনিং জুটি। তিন নম্বরে নামা আরিফুল হকও বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন সাত রানে। সৌম্য সরকার চেষ্টা করে ২১ রানের বেশি করতে পারেননি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।