ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করছে খুলনা। এদিন মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন দু’দলের ক্রিকেটাররা। এরপরই শুরু হয় এই ম্যাচ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল এবং দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে ভূমিকম্পের ঘটনায় বিপর্যস্ত ছবি। সঙ্গে একটা বার্তা দেওয়া হয়, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’
এর আগে সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। ৭ দশমিক ৮ মাত্রার ভয়ঙ্কর এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় আট হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আহত হন আরও অসংখ্য মানুষ। ওই ঘটনার পর তুরস্কে আরো কয়েকবার ভূমিকম্প হয়েছে।
খুলনা-সিলেটের ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বিপিএল খেলতে পাকিস্তান থেকে ফিরে আজকের ম্যাচে নেমেছেন মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।