ডেস্ক নিউজ: প্রযুক্তি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে না পারলে জাতিকে এগিয়ে নেওয়া যাবে না, আমরা কাজটি দৃঢ়তার সঙ্গে করছি বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমরা দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিয়েছি। দেশের প্রতিটি গ্রামে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলোজি রিপোর্টার্স নেটওয়ার্ক (টিআরএনবি) আয়োজিত স্মার্ট কানেক্টিভিটি ফর স্মার্ট বাংলাদেশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, পুলিশের ডিআইজি হায়দার আলী খান, এমটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এসএম ফারহাদ, আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির, টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমটবের সাবেক মহাসচিব টিআইএম নুরুল কবির।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।