৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ

Daily Ajker Sylhet

newsup

১৬ ফেব্রু ২০২৩, ০২:২২ অপরাহ্ণ


৩০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ

ডেস্ক নিউজ: ইউওয়াই (আপলোড ইয়োরসেল্ফ) ল্যাব নামে প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। ৯৫০ শিক্ষার্থীকে শতভাগ বৃত্তি দিয়েছে। অনলাইন ও অফলাইনে কোর্স করাচ্ছে ইউওয়াই।

ইউওয়াই ল্যাবের আইটি কোর্সের মধ্য রয়েছে— গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিকস, এসইও উইদ গুগল অ্যাডসেন্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন উইদ ফ্রিল্যান্সিং ও আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। প্রতিটি কোর্স রয়েছে— ১৮ থেকে ২৫টি লাইভ এবং রেকর্ডেড ক্লাস করার সুযোগ। কোর্সগুলো পরিচালনায় রয়েছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেইনার, যাদের ফ্রিল্যাংসিং মার্কেট প্লেসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। প্রতিটি কোর্স করতে মাত্র ৪ হাজার টাকা খরচ করতে হবে। প্রতিষ্ঠানটি সাধারণত ৭টি কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকে। অফলাইন ও অনলাইনে দু’ভাবেই প্রশিক্ষণ নিতে পারেন শিক্ষার্থীরা। ইউওয়াই ল্যাব সম্পর্কে সব তথ্য জানা যাবে www.uylab.org সিইট ভিজিট করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।