ভাষাসংগ্রামীদের তালিকা দ্রুত প্রণয়ন করা উচিত - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ভাষাসংগ্রামীদের তালিকা দ্রুত প্রণয়ন করা উচিত

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩
ভাষাসংগ্রামীদের তালিকা দ্রুত প্রণয়ন করা উচিত

সম্পাদকীয়: বায়ান্নর মহান ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও আজও তৈরি হয়নি ভাষাসৈনিক বা ভাষাসংগ্রামীদের তালিকা-বাঙালি হিসাবে এটি অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের জন্য।

এ আন্দোলনের ফলে আমাদের মাতৃভাষা হিসাবে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, দেশের সীমানা পেরিয়ে ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষাভাষীদের নয়, আজ বিশ্বের সব ভাষাভাষীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

বস্তুত ভাষা আন্দোলন এবং এর মূল চেতনা এখন বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। এ ভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা নগরী হলেও ইতিহাস বলে, সেদিন এ আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন স্থানে।

বাংলা ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে অনেকেই ১৯৫২ সালে এবং এর আগে ও পরে অংশ নিয়েছিলেন। অবদান রেখেছিলেন নানাভাবে। তাদের নামের কোনো তালিকা না থাকার অর্থ হলো তাদের সেই অবদানের স্বীকৃতি না দেওয়া। তাই ভাষাসংগ্রামীদের তালিকা প্রণয়ন রাষ্ট্রের দায়িত্ব।

আমাদের জানামতে, ভাষাসৈনিকদের তালিকা তৈরির আবেদন জানিয়ে ২০১০ সালে হাইকোর্টে একটি রিট হয়েছিল। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ২৫ আগস্ট ভাষাসৈনিকদের তালিকা তৈরি, কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে একটি গ্রন্থাগার ও ভাষা জাদুঘর নির্মাণসহ আট দফা নির্দেশনা দেন।

হাইকোর্টের নির্দেশনায় ঢাকায় জাতীয়ভাবে এবং জেলায় জেলায় কমিটি গঠন করে ভাষাসৈনিকদের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। এর আলোকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করেছিল, যেখানে ৬৮ জন ভাষাসংগ্রামীর নাম ছিল। তালিকাটি ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়। কিন্তু এ তালিকার কিছু নাম নিয়ে বিতর্ক তৈরি হয়। তাছাড়া এটি পূর্ণাঙ্গ তালিকাও ছিল না।
এ পরিপ্রেক্ষিতে তালিকা প্রণয়নের কাজটি স্থগিত করা হয়। পরে হাইকোর্টের নির্দেশনায় ঢাকাসহ দেশের সব জেলায় কমিটি গঠন করে তালিকা তৈরি করতে বলা হয়। এ প্রেক্ষাপটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় তিন সদস্যের একটি কমিটি করা হয়। কিন্তু এ কমিটির মাত্র একটি বৈঠক হওয়ার পর তালিকা প্রণয়নের কাজটি কার্যত বন্ধ রয়েছে। বিষয়টি সরকারিভাবে সম্পন্ন করার আর কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।