বকুল খান ,স্পেন : ফিডের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আব্দুল মুকিত চৌধুরী মাদ্রিদ কমিউনিটির সর্বস্তরের ভালবাসায় সিক্ত হয়েছেন |ফিড মাদ্রিদ কমিটির আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে |গতকাল রাতে বাংলাদেশের অধ্যুষিত লাভাপিয়েছে আনারকলি রেস্টুরেন্ট কমিউনিটি নেতা কামরুজ্জামান সুন্দরের ও সাংবাদিক বকুল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জামাল উদ্দিন মনির,মাহবুবুর রহমান ঝন্টু ,মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক ,আব্দুল কাইয়ুম মাসুক ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান ,মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রাজু ,গ্রেটার সিলেটে এসোসিয়েশনের উপদেষ্টা খায়রুজ্জামান জামান ও আবু জাফর রাসেল ,মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের প্রথম যুগ্ম সম্পাদক শাওন আহমেদ ,ঢাকাজেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক এস এম ,মাসুদ ,বৃহত্তর ফরিদপুর সমিতির সাবেক সভাপতি হেমায়েত খান ,বৃহত্তর রংপুর সমিতির জাকিরুল ইসলাম জাকি,তরুণ সংগঠক সুমন হাওলাদার,সংগঠক মিজান চৌধুরী , সিলেট জেলা এসোসিয়েশনের সভাপতি তামিন চৌধুরী ,সাধারণ সম্পাদক ,সানুর মিয়ার সাদ ,সহ সভাপতি আসাদুর রহমান সাদ ,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ,দেশ রেস্টুরেন্টের পরিচালক আবুল হুসেন ,কাওসার আহমেদ টিপু ,সাইফুল ইসলাম ইকবাল ,রাজু আহমেদ ,,ডক্টর শিপন মিয়া ,বিশিষ্ট ব্যবসায়ী আমিন ইকবাল , সাইফুল ইসলাম লিটন ,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ,শায়েক আহমেদ প্রমুখ |উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ মানবতার কল্যানে ফীডের মানব উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততার আগ্রহ প্রকাশ করে পাশাপাশি মাদ্রিদ তথা স্পেনের ফিডের কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান |সংস্থার প্রতিষ্ঠাতা নিবাহী পরিচালক আব্দুল মুকিত চৌধুরী সকলের আগ্রহ উৎসাহ ও উদ্দীপনাকে কৃতজ্ঞতা জানিয়ে শীঘ্রই আত্মপ্রকাশের ঘোষণা দেন |
শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন আসাদুর রহমান সাদ |অনুষ্ঠানের শেষ পর্যায়ে কমিউনিটি নেতৃবৃন্দ অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান |সকলের অংশগ্রহণে সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন۔۔ করায় কৃতজ্ঞতা জানিয়ে মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করেন আয়োজক বৃন্দ পক্ষে রুহেল চৌধুরী ও আব্দুল কাদির বাবুল |
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।