স্পেন প্রতিনিধি : মহান একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা এবং দুআ মাহফিল করেছে স্পেন বিএনপি |,গতকাল মাদ্রিদের দেশ রেস্টুরেন্টে বিএনপি ও তার অঙ্গ সংগঠনে বিপুল সংখ্যক নেতা কর্মীদের এতে অংশ নেন |স্পেন বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সচিব আবু জাফর রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু ,বি এন পি নেতা যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম তাহের ,হেমায়েত খান ,সোহেল আহমেদ সামসু ,রমিজ উদ্দিন,সৈয়দ নাসিম ,জাকিরুল ইসলাম ,জাকি আব্দুল۔ আউয়াল খান,ছানুর মিয়া ছাদ ,কাজী জসিম ,শাওন আহমেদ ,সুমন হাওলাদার,মাইনুদ্দিন ,শায়েক আহমেদ ,আসাদ উদ্দিন প্রমুখ আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করলেন জামান উদ্দিন মনির | ঐদিন বিকেলে সেন্ট্রো দে সালুদের সম্মুখ বাংলাদেশ এসোসিয়েশন স্পেন ও ভালিয়ান্তে বাংলার উদ্যেগে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন স্পেন বি এন পি | অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জহিরুল ইসলাম |
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।