অব্যাহতি নিলেন পূজা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:২৫, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

অব্যাহতি নিলেন পূজা

newsup
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩
অব্যাহতি নিলেন পূজা

ডেস্ক নিউজ: খবরটি ‘গলুই’ পরবর্তী সময়ের। যখন বাতাসে বইছিল শাকিব-পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সেই আবছা গুঞ্জনটিকে আলোতে নিয়ে এলেন শাকিব খান নিজেই।

তার আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’ ছবিটি। গত বছর অক্টোবরের খবর, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরী। তখনই বলেছিলেন পরিচালক, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন চলতি বছরের মার্চে।

সেই মার্চে পৌঁছানোর দুদিন আগেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন পূজা! তারও আগে গত সপ্তাহে আভাস দিলেন প্রযোজক আবদুল আজিজের ঘরে ফিরে। তখনই সবাই বলছিলেন, শাকিব খানের ‘মায়া’ হারাচ্ছেন পূজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।