ডেস্ক নিউজ: ইতিহাসের পাতায় স্থান পাওয়া পানাম নগরীর বাড়িগুলো যুগের পর যুগ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। প্রতিটি ইটের দেয়ালে ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ।
বলছি ঢাকার অদূরে সোনারগাঁয়ের পানাম নগরের কথা। পানাম নগর বাংলার প্রাচীনতম শহর। এক সময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে। ছিল জমজমাট মসলিনের ব্যবসা। প্রাচীন এই নগরীর অন্য সবকিছু অবশিষ্ট নেই। এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরোনো বাড়িগুলো। পানাম নগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। প্রাচীন সোনারগাঁওয়ে বড় নগর, খাস নগর, পানাম নগর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। সোনারগাঁওয়ের ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে পানাম নগরী গড়ে উঠে। আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে ১৫ শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁও এলাকায়।
বসন্তের রৌদ্রজ্জ্বল সকালে একদল উচ্ছল, তারুণ্যদ্দীপ্ত, প্রাণবন্ত আর সৃজনশীল গণমাধ্যমকর্মীদের ছুটে চলা। এ সফরে যারা আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের সবার প্রিয় সাব্বির আহমেদ ও রাব্বি হোসেন ভাই। তিলোত্তমা রাজধানীর তিতুমীর কলেজ ছেড়ে বাস ছুটে চললো ঈসা খাঁ কর্তৃক স্থাপিত ‘বাংলার প্রথম রাজধানী’ সোনারগাঁও’র দিকে। সবার চোখেমুখে আনন্দের অভিব্যক্তি। সারাপথ যেতে যেতে চললো হৈ-হুল্লোড়, আর নাচ-গান। ঢাকার খুব কাছে হওয়ায় দুপুর হওয়ার আগেই পৌঁছে যাই আমরা। এবার পুরোটা ঘুরে দেখার পালা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।