ডেস্ক নিউজ: শূন্য দশকে দেশের সংগীতে যে’কজন তরুণের উত্থান হয়েছিলো, তাদের একজন ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনি। তার সুর-সংগীতে বহু গান শ্রোতানন্দিত হয়েছে। ফলে সংগীত পরিচালক হিসেবেই নিজের আলাদা ভক্তশ্রেণি তৈরি করতে সক্ষম হন তিনি।
সেই ভক্তদের জন্য বিষাদের খবর হলো, গুণী এই শিল্পী ফের অসুস্থতার সঙ্গে লড়ছেন। গুরুতর হৃদরোগে আক্রান্ত তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ মার্চ) তার ওপেন হার্ট সার্জারি হয়েছে।
খবরটি নিশ্চিত করেছেন ফুয়াদের ভাই নিকি কামরান মুক্তাদির। বাংলাদেশ সময় শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তিনি সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘ঘণ্টা খানেক আগে ফুয়াদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার দুটো বাইপাস সার্জারি এবং এওর্টিক ভালভ রিপেয়ার করা হয়েছে। এখনও সে অপারেশন কক্ষে আছে। কিছুক্ষণের মধ্যে তাকে পিএসিইউ-তে (পোস্ট অ্যানস্থেশিয়া কেয়ার ইউনিট) স্থানান্তর করা হবে। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।