লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ফুটবল উপস্থাপক গ্যারি লিনেকারকে বরখাস্তের প্রতিবাদে বিদ্রোহ করেছেন ক্রীড়া উপস্থাপকরা। এই বিদ্রোহের জেরে শনিবার বিবিসি খেলা সংশ্লিষ্ট একাধিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ সরকারের অভিবাসননীতির সমালোচনা করে গ্যারি লিনেকার পোস্ট দেওয়ার পর তাকে উপস্থাপনা থেকে বাদ দিলে এই সংকটের সূত্রপাত হয়। এই ঘটনার জের ধরে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং সম্প্রচারমাধ্যমটির প্রধানের পদত্যাগেরও দাবি উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিনেকারের মন্তব্যের ঘটনায় নিরপেক্ষতা বজায় রাখতে বিবিসি তাকে উপস্থাপনা থেকে সরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে লিনেকারের প্রতি সংহতি জানিয়ে কাজ অস্বীকৃতি জানান কর্মরত উপস্থাপকরা। এতে করে বিবিসি তাদের ক্রীড়া সংবাদের অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে সম্প্রচারমাধ্যমটি।
ইংল্যান্ডে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক লিনেকার। তিনি বিবিসির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া উপস্থাপক। ফুটবল খেলার হাইলাইটস নিয়ে অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা করেন তিনি। ব্রিটেনের অভিবাসননীতি নিয়ে সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়।
লিনেকারকে বরখাস্তের সমালোচকরা বলছেন, সরকারের চাপের কাছে নথি স্বীকার করেছে বিবিসি। জাতীয় সম্প্রচারমাধ্যমটির নিরপেক্ষতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।