বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াচ্ছে ফায়ার সার্ভিস – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াচ্ছে ফায়ার সার্ভিস

newsup
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩
বড় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াচ্ছে ফায়ার সার্ভিস

বিশেষ প্রতিবেদন: জনবল বাড়ানো ও তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সেই সঙ্গে উদ্ধার অভিযান যাতে সহজ হয়, সেজন্য বিভিন্ন যন্ত্রপাতির সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে বড় কোনও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এখনও গড়ে ওঠেনি বলে জানাচ্ছেন সংস্থার কর্মকর্তারা। সংস্থাটির মহাপরিচালক বলছেন, যেকোনও বড় দুর্যোগ বা বিপর্যয় ঘটলে, বিশেষ করে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের পর ভবন ধসের মতো ঘটনা ঘটলে উদ্ধারকাজ চালানো কঠিন হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চালানোর আগে ভবনটির ঝুঁকির মাত্রা কতটুকু, তা নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস। এ ধরনের ঝুঁকি চিহ্নিত করার মতো কারিগরি কিংবা প্রকৌশলগত যে জ্ঞান বা দক্ষতা প্রয়োজন, সেই সক্ষমতা এখনও ফায়ার সার্ভিসের গড়ে ওঠেনি।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। আর কোনও ভবনের ধ্বংসস্তূপ সরানোর কাজ করে থাকে সিটি করপোরেশন। আর বিভিন্ন শহরে ভবন নির্মাণের জন্য অনুমোদন দিয়ে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকৌশলগত সহায়তাও দিয়ে থাকে এই সংস্থা। যদিও কোনও ঘটনা ঘটলে সমন্বয়হীনতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ফায়ার সার্ভিসকে গতিশীল করতে উপজেলাগুলোতে তৈরি করা হচ্ছে ফায়ার স্টেশন। দেশে এখন ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা ৪৯৩টি। পানিবাহী গাড়ির সংখ্যা রয়েছে ৬১৭টি। পাম্প টানা গাড়ি বা টোয়িং ভেহিক্যাল রয়েছে ১৩২২টি। ফায়ার পাম্প ১ হাজার ৩৭০টি। অ্যাম্বুলেন্স ১৯২টি। উঁচু মইয়ের সংখ্যা ২৪টি। ফোম কেমিক্যাল হ্যাজমেট ও ব্রিদিং টেন্ডার ড্রোন ৩৫টি। উঁচু ভবনে কাজ করার সক্ষমতা বলতে ২৪ তলা ভবনে কাজ করতে সক্ষম পাঁচটি টিটিএল মেশিন রয়েছে। ১৪ হাজার ৪৪৩ জন জনবল নিয়ে দেশব্যাপী ফায়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।