আর্জেন্টিনা বাংলাদেশকে ভোগাবে - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আর্জেন্টিনা বাংলাদেশকে ভোগাবে

newsup
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩
আর্জেন্টিনা বাংলাদেশকে ভোগাবে

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসর দারুণ জয়ে শুরু করেছে বাংলাদেশ। পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে পূর্ব ইউরোপের দলটি স্বাগতিকদের ভয় ধরিয়ে দিয়েছিল। খারাপ সময় কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়িয়ে তুহিন তরফদার-রাসেল হাসানরা বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে। আগামীকাল রবিবার ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে সতর্ক লাল-সবুজ দলের খেলোয়াড়রা।

পোল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক তুহিন। একাই একের পর এক পয়েন্ট এনে দিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছেন। তাইতো ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই উঠেছে। মাঠ ছেড়ে যাওয়ার আগে উচ্ছ্বসিত তুহিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রথম ম্যাচ জিতেছি আমরা। সামনের দিকেও এমন পারফরম্যান্স করে দেখাতে চাই। তবে শুরুর ম্যাচে পোল্যান্ড আমাদের ভয় ধরিয়ে দিয়েছিল। ওরা যে প্রস্তুতি নিয়ে ঢাকায় এসেছে, তা খেলা দেখে বুঝলাম। আমাদের দলে ৬ জন নতুন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। তাই কিছুটা নার্ভাস থাকলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। বড় ব্যবধানে ম্যাচ জিতেছি।’

আগামীকাল গ্রুপে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা। এর আগে এই দলটির বিপক্ষে বিশ্বকাপে অনায়াসে জিতেছিল বাংলাদেশ। তবে এবার সতর্ক স্বাগতিকরা। তুহিন বললেন, ‘আমার কাছে মনে হয় আর্জেন্টিনা বাংলাদেশকে ভোগাবে। ওদের সবশেষ খেলার ভিডিও দেখেছি। ওরা উন্নতি করেছে। তবে আমরা আমাদের টেকনিক দিয়ে ম্যাচে ভালো খেলার চেষ্টা করবো। জয় নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য আমাদের।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।