যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে ধসে পড়া সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য (এসভিবি-ইউকে) শাখা মাত্র ১ ব্রিটিশ পাউন্ড বা ১২৭ টাকায় কিনেছে এইচএসবিসি। যুক্তরাজ্য শাখাকে উদ্ধারের জন্য চুক্তিতে এই মূল্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। সোমবার ব্রিটিশ সরকার ও এইচএসবিসি এই ঘোষণা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ড ও কোষাগারের তদারকিতে এই বিক্রয় সম্পন্ন হয়েছে। শুক্রবার এসভিবি বিপর্যয়ে পড়ার পর ব্রিটেনের প্রযুক্তিসহ কয়েকটি খাতের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছেন, এসভিবি-ইউকে শাখা সোমবার এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে। ব্যাংক ইংল্যান্ডের সহযোগিতায় এবং কোষাগারের পরামর্শে এই লেনদেন হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।