বন্ধ হওয়া মার্কিন ব্যাংকের যুক্তরাজ্য শাখা ১২৭ টাকায় কিনলো এইচএসবিসি – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বন্ধ হওয়া মার্কিন ব্যাংকের যুক্তরাজ্য শাখা ১২৭ টাকায় কিনলো এইচএসবিসি

newsup
প্রকাশিত মার্চ ১৩, ২০২৩
বন্ধ হওয়া মার্কিন ব্যাংকের যুক্তরাজ্য শাখা ১২৭ টাকায় কিনলো এইচএসবিসি

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রে ধসে পড়া সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য (এসভিবি-ইউকে) শাখা মাত্র ১ ব্রিটিশ পাউন্ড বা ১২৭ টাকায় কিনেছে এইচএসবিসি। যুক্তরাজ্য শাখাকে উদ্ধারের জন্য চুক্তিতে এই মূল্য প্রতীকী হিসেবে রাখা হয়েছে। সোমবার ব্রিটিশ সরকার ও এইচএসবিসি এই ঘোষণা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্যাংক অব ইংল্যান্ড ও কোষাগারের তদারকিতে এই বিক্রয় সম্পন্ন হয়েছে। শুক্রবার এসভিবি বিপর্যয়ে পড়ার পর ব্রিটেনের প্রযুক্তিসহ কয়েকটি খাতের গুরুত্বপূর্ণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে ব্রিটিশ সরকার বলেছেন, এসভিবি-ইউকে শাখা সোমবার এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে। ব্যাংক ইংল্যান্ডের সহযোগিতায় এবং কোষাগারের পরামর্শে এই লেনদেন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।