ডেস্ক নিউজঃ শাহজালাল মডেল ইউনিয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক জনাব আলহাজ্ব আজমান আলীর সভাপতিত্বে সদস্য সচিব জনাব ছাদিকুর রহমান ছাদিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দোলার বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব নুরুল আলম, ৪ নং ওয়ার্ড এর মেম্বার জনাব আজির উদ্দীন, ৫ নং ওয়ার্ড এর মেম্বার জনাব শেখ সামছুল আলম , ৬ নং ওয়ার্ড এর মেম্বার জনাব আনর আলী।
এলাকার বিশিষ্ট মুরুব্বি খাগহাটা নিবাসী জনাব রফিক মিয়া,আতিকুর রহমান, বুরাইয়া নিবাসী জনাব আব্দুল কাইয়ুম, সুনামিয়া,আলী আমজাদ, জামাল হোসেন, আপ্তাব আলী, জাহিদ পুর নিবাসী জনাব আব্দুল কাইয়ুম, আব্দুল হামিদ, দিলোয়ার হোসেন, ভাওয়াল নিবাসী জনাব বাতির আলী, আলমপুর নিবাসী জনাব আনোয়ার আলী,সুতারখালী নিবাসী জনাব আব্দুল মালিক, জনাব পিয়ার আলী, জনাব সাহেদুুজ্জামান সুপার,তালুপাট নিবাসী আছকির মিয়া, আনজব আলী, নরসিংহপুর নিবাসী আাজাদ মিয়া, আব্দুল কদ্দুস, মোহাম্মদ পুর নিবাসী জনাব আসক আলী,বসন্তপুর নিবাসী জনাব মাসুক মিয়া, চানপুর নিবাসী মনু মিয়া

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান খান, হেলাল মিয়া মানিক মিয়া মালদার, সুন্দর আলী, হাবিজ আলী, ছমির আলী,সাজুর আলী,আখল আলী,নুরুজ্জামান, ফখর উদ্দিন, আছাব আলী, সাজুর আলী,আনছার আলী, নেচার আলম, শিবলু মিয়া,ফখর উদ্দীন, হকিম মিয়া, আব্দুল হাবিব, মানিক মিয়া, আবুল বশর, আনিছুর রহমান, রমজান আলী, আকী আহমদ, আরজু মিয়া, আরজক আলী,মনুফর আলী, হাছন আলী প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।