ডেস্ক নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক সিরিজ কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ ম্যাচ সিরিজে তার রান ছিল ১৪৪। ১৪৪ গড় ও ১২৭.৪৩ স্ট্রাইকরেটে দারুণ সময় পার করা শান্ত সুখবর পেয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ৬৮ ধাপ এগিয়েছেন।
বুধবার পুরুষদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় শান্ত ও লিটন দু’জনই ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শান্ত ৩০ বলে ৮ চারে ৫১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচেও ৪৭ বলে ৩ চারে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তার বর্তমান রেটিং ৫৯৩। এটাই তার ক্যারিয়ার সেরা রেটিং। ইংল্যান্ড সিরিজের মতো আয়ারল্যান্ড সিরিজেও ব্যাট হাতে এভাবে পারফর্ম করতে পারলে হয়তো সেরা দশেও ঢুকে যেতে পারেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।