ভালোবাসেন ইনফান্তিনো - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ভালোবাসেন ইনফান্তিনো

newsup
প্রকাশিত মার্চ ১৬, ২০২৩
ভালোবাসেন ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক: সভাপতি হওয়াটা অনুমেয় ছিল। বৃহস্পতিবার কিগালিতে হয়ে যাওয়া ৭৩তম কংগ্রেস শেষে তাকেই পরবর্তী চার বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়েছে।

ইনফান্তিনো আবার নির্বাচিত হয়ে রেকর্ড রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন। চার বছরে সেটা ধরা হচ্ছে প্রায় ১১ বিলিয়ন ডলারের মতো। তার পরিকল্পনা ফুটবলের পুরো বিশ্বায়ন।

অবশ্য নতুন করে নির্বাচিত হলেও তিনি কিন্তু সহযোগী সদস্যসহ অনেকের কাছেই জনপ্রিয় হতে পারেননি। বিশেষ করে কাতার বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে অভিবাসী শ্রমিকদের প্রতি মানবেতর আচরণ নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। তাছাড়া দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে তিনি ব্যর্থ হয়েছেন বলে মনে করেন অনেকে।

এরপরও নিন্দুকদের প্রতি নিজের ভালোবাসা জানাতে কার্পণ্য করেননি তিনি। ইনফান্তিনো প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবশ্যই অবিশ্বাস্য সম্মান ও দারুণ সুযোগ। পাশাপাশি বড় দায়িত্বও। আমি ফিফা ও সারা বিশ্বে ফুটবলের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।