লন্ডনে ডক্টর্স এসোসিয়েশন ইউকে উদ্যোগে ডাঃ আলমকে সংবর্ধনা প্রদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:১৪, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

লন্ডনে ডক্টর্স এসোসিয়েশন ইউকে উদ্যোগে ডাঃ আলমকে সংবর্ধনা প্রদান

newsup
প্রকাশিত মার্চ ১৮, ২০২৩
লন্ডনে ডক্টর্স এসোসিয়েশন ইউকে উদ্যোগে ডাঃ আলমকে সংবর্ধনা প্রদান

লন্ডন ব্যুরো অফিস :

ডক্টর্স এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে লন্ডনে একটি অভিজাত হোটেলে ডক্টর্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার এর সভাপতি ডাক্তার আলমকে  সম্বর্ধনা  দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি ডাক্তার আহমদ হোসেন।

সভার শুরুতে কোরান থেকে তেলাওয়াত করেন ডাক্তার আব্দুল কাদির। বিশিষ্ট সমাজ সেবক আফছার খান সাদেকের প্রাণবন্ত পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে ডাক্তার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডক্টর্স এসোসিয়েশনের সদস্যবৃন্দ। এরপর চেয়ারম্যান ডাক্তার আহমদ হোসেন এবং গুণীজনেরা সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল কাদির, ফকির হাকিম, কাউন্সিলর সাবিনা খান, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, হাজী মুজ্জামিল আলী, ব্যারিস্টার সরয়ার।

উপস্থিত ছিলেন  ফারুক উদ্দিন, আব্দুল হক, ফারহান চৌধুরী, অলি আহমদ, জাবেদ চৌধুরী, বদরুল আলম, রইছ আলী, মস্তাক আমহাদ, ডক্টর মারওয়ান, ডক্টর ডিলয়ারা, মিসেস পপি বেগম, এ,কে,এম মঞ্জুরুল কবির, মিস্টার আহমদ, শামসুল আলম, আব্দুল মালিক মর্তুজা প্রমুখ।

সংবর্ধিত অতিথি তার বক্তব্যে দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা ও সাফল্যের কিছু অংশ তুলে ধরেন।তিনি আধুনিক বিশ্বে অল্টারনেটিভ মেডিসিনের গুরুত্ব তুলে ধরেন। তাকে সম্মান জানানোর জন্য সভায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।