ডেস্ক নিউজ: হত্যা মামলার পলাতক আসামী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে জড়িয়ে গেছে সাকিব আল হাসানের নাম। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের মালিকানাধীন আরাভ জুয়েলার্স উদ্বোধন করতে যান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবের দুবাই যাওয়া নিয়ে পুলিশ দাবি করেছে, তিনি জেনেশুনেই দুবাই গিয়েছিলেন। অন্যদিকে বোর্ড পরিচালকরা বলছেন, সাকিবের দুবাই যাওয়া সংক্রান্ত কোনও কিছুই তারা জানতেন না। সিলেটে শনিবার বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তো বিশ্বাসই করতে পারছেন না সাকিবের মতো ‘সেন্সিবল বয়ের’ কাছ থেকে এমন কিছু হতে পারে!
দুবাইয়ে হত্যা মামলার পলাতক আসামীর শো-রুম উদ্বোধনকে কেন্দ্রে করে ব্যাপক সমালোচনার শিকার হন সাকিব। পুলিশ জানিয়েছে, সাকিবসহ যেসব তারকরা দুবাই গিয়েছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিসিবি এই ব্যাপারে নীরব। জালাল ইউনুস জানিয়েছেন, সিরিজের মাঝখানে এসব নিয়ে কথা বলতে চান না তারা, ‘পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, শুনেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আমাদের ওই সময় হয়নি পুরো বিস্তারিত জানার বা যারা এটার মধ্যে কনসার্ন আছেন, তাদের জিজ্ঞাসা করার। সিরিজ শেষ হোক, অবশ্যই এই ব্যাপারে আমরা জানতে চাইবো। বোর্ড এ ব্যাপারটায় বেশি গুরুত্ব দেবো।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।