আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী

newsup
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা মাহির স্বামী

ডেস্ক নিউজ: সৌদি আরব থেকে ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক নিয়াজ মাখদুম দুই মামলায় রকিব সরকারের জামিন মঞ্জুর করেন।

বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদাত সরকার। তিনি বলেন, ‘সোমবার দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন আবেদন করেন রকিব সরকার। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক নিয়াজ মাখদুম।’

আইনজীবী আনোয়ার সাদাত আরও বলেন, ‘পুলিশ দুই মামলার প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত রকিব সরকারের জামিন বহাল থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। চাঁদাবাজি ও মারামারির ঘটনার সময় রকিব সরকার ও মাহিয়া মাহি দেশের বাইরে ছিলেন উল্লেখ করে আনোয়ার সাদাত বলেন, ‘সম্পত্তি নিয়ে সিভিল ডিসপোট আছে। এই সিভিল ডিসপোটকে কেন্দ্র করে মামলা হয়েছে। যে জমি নিয়ে ঘটনা সেই জমিতে আদালতের স্থিতাবস্থা আছে। এসব কারণে প্রথম মামলায় রকিব সরকারের জামিন মঞ্জুর করেন আদালত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।