রোজায় সেহরি ও ইফতারের গুরুত্ব - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

রোজায় সেহরি ও ইফতারের গুরুত্ব

newsup
প্রকাশিত মার্চ ২০, ২০২৩
রোজায় সেহরি ও ইফতারের গুরুত্ব

ডেস্ক নিউজ: মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতি কিংবা শুক্রবার রোজা শুরু হবে। রোজার শুরু থেকে শেষ পর্যন্ত সেহরি এবং ইফতার খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। নবিজির ঘোষণায় সেহরি ও ইফতার কল্যাণ ও সওয়াবের কাজ। তাই সেহরি ও ইফতারের গুরুত্ব জেনে নেওয়া জরুরি।

সেহরি ও ইফতার রোজার বরকত, কল্যাণ এবং সওয়াবের অনুসঙ্গ। দোয়া কবুলের অন্যতম সময়। বরকতে ভরপুর সুন্নাতের অনুসরণ ও অনুকরণ। তাই আল্লাহর ফরজ বিধান রোজা পালনের শুরুতে ভোর রাতে সেহরির খাওয়া যেমন কল্যাণের আবার সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় যথাসময়ে ইফতারও সওয়াব ও বরকতের কাজ। তাই রোজা শুরু হওয়ার দুই/তিন আগে সেহরি ও ইফতারের গুরুত্ব তুলে ধরা হলো।
রোজা পালন মহান আল্লাহর নির্দেশ। যা শেষ রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হয়। আর সন্ধ্যায় ইফতারের মাধ্যমে শেষ হয়। এই রোজার নির্দেশ দিয়ে মহান আল্লাহ ঘোষণা করেন-
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ
হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে; যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে তোমরা তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনে করতে পার। (সুরা বাকারা : আয়াত ১৮৩)

সেহরির গুরুত্ব
রমজানের রোজা পালনের জন্য শেষ রাতে খাবার খাওয়াই হলো সেহরি। রাতের শেষভাগে সেহরি খাওয়া আবশ্যক। এটি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ ও সুন্নত। অনেকেই রাতের নামাজ তারাবি পড়ে গভীর রাতে কিছু খেয়ে শুয়ে পড়ে। সকালে ওঠে ফজর নামাজ আদায় করে। এমনটি করলে সেহরির বরকত অর্জিত হবে না। সেহরির বরকত সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা এসেছে-
১. হজরত আনাস বিন মালেক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা শেষ রাতে খাবার (সেহরি) খাও। তাতে বরকত রয়েছে।’ (বুখারি ও মুসলিম)
দ্রুত ইফতার করা
ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। এ সময় সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা সুন্নত পরিপন্থী কাজ। হাদিসে এসেছে-
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, (দেরি না করে) দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে।’ (বুখারি ও মুসলিম)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।