শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা - BANGLANEWSUS.COM
  • ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

 

শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা

newsup
প্রকাশিত মার্চ ২১, ২০২৩
শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা

ইতালি প্রতিনিধি : শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মিলনায়তনে ভেনিস শাখা আওয়ামী লীগের আহবায়ক বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমেদ এর পরিচালনায় কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন ,ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ ও মাহবুব আলম প্রধান। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য মজনু দেওয়ান, ভেনিস আওয়ামীলীগের রফিকুল ইসলাম সৈয়াল ,বিল্লাল হোসাইন ,রফিক বারী ,কুদ্দুস চৌধুরী ,যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম,শাহাদাত হোসেন,সোলাইমান হোসেন,দেলোয়ার হোসেন,হাকিম মাষ্টার,ডালিম মাহমুদ,যুবলীগের মোস্তুুফা ছৈয়াল কালু,ফয়সাল আহমেদ সহ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দরা।

পরিশেষে প্রধান অতিথি সহ সকল নেতাকর্মীদের নিয়ে ভেনিস শাখা আওয়ামী লীগ যুবলীগ সহ অঙ্গ সগঠনের নেতাকর্মীরা জন্মনোদিনের কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।