ডেস্ক নিউজ: যৌক্তিক দামের চেয়ে বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রি করলে এবং তা অব্যাহত থাকলে বাণিজ্য মন্ত্রণালয়কে সীমান্ত খুলে দিয়ে মুরগি আমদানির সুপারিশ করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে কারওয়ান বাজারের টিসিবি ভবনে পোলট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।
বৈঠকে পাইকারি, খুচরা ব্যবসায়ীরা এবং উৎপাদনকারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কাজী ফার্মস, আফতাব বহুমুখী ফার্মস, প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড এবং সিপি বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় রমজান মাসে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকার মধ্যে বিক্রি করবেন বলে আশ্বস্ত করেছেন উৎপাদনকারীরা।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।