বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৩৩, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া

newsup
প্রকাশিত মার্চ ২৭, ২০২৩
বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমা বিশ্বের সমালোচনার পরও প্রতিবেশী দেশ বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন থেকে পিছু হটবে না রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ কথা বলেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে এমন অস্ত্র মোতায়েন করার ঘোষণা দেওয়ার পর পশ্চিমারা সমালোচনা করে আসছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো জোটের অন্তর্ভুক্ত দেশের সঙ্গে সীমান্ত থাকা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন পুতিন। এই ঘোষণার পর মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হচ্ছে।

ইউক্রেন ছাড়াও ন্যাটোভুক্ত তিনটি দেশ পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে বেলারুশের। ৯০-এর দশকের পরে এই প্রথম কোনও মিত্র দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।