স্বাধীনতা দিবসে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৪, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

স্বাধীনতা দিবসে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

newsup
প্রকাশিত মার্চ ২৮, ২০২৩
স্বাধীনতা দিবসে ইতালি আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইতালি প্রতিনিধি মালিক মনজুর : মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে ইতালি আওয়ামীলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, বিশেষ অতিথি সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য সচিব আবু সাঈদ খান।বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি আব্দুর রব ফকির, নজরুল ইসলাম মাঝি, মাহবুব প্রধান, মোহাম্মদ মোজাফফর হোসেন বাবুল, আব্দুর রশিদ, আজম খান, এনায়েত করিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন” সেই একটি তর্জনী উঁচিয়ে আমাদের স্বাধীনতার স্বাদ বঙ্গবন্ধু দিয়েছিলেন। এরপর থেকেই বাংলাদেশ স্বাধীন হবার স্বপ্ন দেখে। নয় মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন ও হয় আর তা বাস্তবায়িত হয় শুধুমাত্র বঙ্গবন্ধুর রাজনৈতিক পারদর্শীতা ও বলিষ্ঠ সাহসিকতা এবং দেশ প্রেমের কারণে।”এই স্বাধীনতার গৌরব ও ইতিহাস কে ধারণ করে রাখতে প্রবাস থেকে সকল মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

শেষে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।