ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:আয়োজনে "অন্তরে অন্তহরি" - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:৪১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:আয়োজনে “অন্তরে অন্তহরি”

newsup
প্রকাশিত এপ্রিল ১, ২০২৩
ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:আয়োজনে “অন্তরে অন্তহরি”

শরীফ গাজী সিলেট : পড়ালেখা যদি শিশুদের কাছে মজার মনে না হয় তাহলেই অমনোযোগী হয়ে যায়।

যেমন খেলতে খেলতে শিক্ষার মধ্যেও পড়ালেখায় মনোযোগী করা সম্ভব।

এছাড়াও প্রাতিষ্ঠানিক ভাবেও যদি কেও বাচ্চার মনোযোগ তৈরী করতে চান তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের পড়ালেখা নিয়ে গাইডলাইন দিতে বাবুঝাতে সেমিনার আয়োজন করলেন, ,”নিজেকে গড়বো, অন্যকে গড়তে সহযোগিতা করবো” এই প্রত্যয়কে সামনে রেখে,স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে শুক্রবার শিক্ষামুলক অনুষ্ঠান  অংশগ্রহণে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। আয়োজনে “অন্তরে অন্তহরি এ সংঘটনটি। 

রাজনগর থানার ১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসের সভাপতিত্বে জাতীয় সঞ্চয় অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক সুরঞ্জিত দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুভাশীষ ধর সিনিয়র সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল সুনামগঞ্জ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবানন্দ সিনহা সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তর হবিগঞ্জ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রিপন দাস এবং অন্তরে অন্তরে সংগঠনের কর্মী নিপুদাশ, ঝলকচন্দ্র প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।