স্পোর্টস ডেস্ক: আইপিএল খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন লিটন দাস। আজ সোমবার ভারতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফেসবুকে পেজে লিটনের যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়। সেখানেই মারকুটে ওপেনারের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পৌঁছে গেছে লিটন দা।’
আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ হয়েছে লিটন দাসের। নিলামে তাকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার নেতৃত্বে রয়েছেন নীতিশ রানা।
এখন পর্যন্ত তিন ম্যাচে কেকেআর দুটি জয় পেয়েছে। তাদের পরবর্র্তী ম্যাচ ১৪ এপ্রিল। ওই ম্যাচে নির্বাচনের জন্য লিটন বিবেচিত হতে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্স একাদশে তার সুযোগের সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। অবশ্য তৃতীয় ম্যাচে করেছেন ১৫ রান। এর বাইরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও। তাই ফর্মে থাকলেও টিম কম্বিনেশনের কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।