হুয়াওয়ের সঙ্গে টেলিটকের চুক্তি

Daily Ajker Sylhet

newsup

১৫ এপ্রি ২০২৩, ০২:৫৮ অপরাহ্ণ


হুয়াওয়ের সঙ্গে টেলিটকের চুক্তি

ডেস্ক নিউজ: গ্রামীণ ও দূরবর্তী এলাকায় আরও শক্তিশালী ফোর-জি নেটওয়ার্ক এবং ফাইভ-জি’র প্রস্তুতি নিশ্চিত করতে হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল অপারেটর টেলিটক। সম্প্রতি রাজধানীর লেকশোর হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, এক্সপানশন অব টেলিটক নেটওয়ার্ক আপটু রুরাল এরিয়াস অ্যান্ড নেটওয়ার্ক রেডিনেস ফর ফাইভ-জি সার্ভিসেস প্রজেক্ট টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রকল্প পরিচালক মো. খায়রুল হাসান, হুয়াওয়ে সাউথ এশিয়া রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী প্যান জুনফেং পিটার এবং হুয়াওয়ের টেলিটক অ্যাকাউন্ট ডিরেক্টর গুয়ো ইউ-সহ দুই প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রকল্প দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফোরজি কাভারেজ নিশ্চিতে ভূমিকা রাখবে। টেলিটকের নতুন ফোরজি সাইট চালুর পাশাপাশি কোর নেটওয়ার্ক, আইপি নেটওয়ার্ক, চার্জিং ও বিলিং সিস্টেম ও সলিউশন্স আধুনিকায়ন ও বিস্তৃতিতে কাজ করবে হুয়াওয়ে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।