সেলেক্সট্রায় লাইফস্টাইল পণ্যে ঈদ উৎসব - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

সেলেক্সট্রায় লাইফস্টাইল পণ্যে ঈদ উৎসব

newsup
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৩
সেলেক্সট্রায় লাইফস্টাইল পণ্যে ঈদ উৎসব

ডেস্ক নিউজ: ঈদ মানে খুশি। আর ঈদের খুশিকে সবার সঙ্গে ভাগ করে নিতে শুরু হয়েছে সেলেক্সট্রায় ঈদ উৎসব। উৎসবে ফাস্ট্র্যাক, ডিজো’র একটি করে পণ্যে থাকছে গিফট। আর এক্সট্রা এবং হাইফিউচার নিয়ে এসেছে নতুন কয়েকটি পণ্য। সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মেই চলছে এই ঈদ উৎসব।

ঈদ উৎসবে ডিজো ওয়্যারলেস অ্যাকটিভের সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি টি-শার্ট। তিনটি ডিজাইনের টি-শার্ট থেকে ক্রেতারা পাবেন যেকোনও একটি। ডিজো ওয়্যারলেস অ্যাকটিভে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন। ব্যাটারি ১০ মিনিট চার্জে চলবে টানা ৩ ঘণ্টা পর্যন্ত। টোটাল প্লেব্যাক টইম ২৩ ঘণ্টা। তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ওয়্যারলেস নেকব্যান্ডটি।

জনপ্রিয় ব্র্যান্ড ফাস্ট্র্যাকের রিফ্লেক্স টিউনস এফবি১ এর সঙ্গে উপহার হিসেবে রয়েছে একটি পাঞ্জাবি। মাত্র ২৪ গ্রামের হালকা এই নেকব্যান্ডটিতে রয়েছে আইপিএক্স৪ সোয়েট প্রুফ। এর নেকব্যান্ডটি বেশ পাতলা। প্লেব্যাক টাইম ৮ ঘন্টা। সাদা, কালো এবং লাল এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে পণ্যটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।