স্পোর্টস ডেস্ক: কদিন আগে স্ত্রী সন্তানদের সঙ্গে করে ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় পা রাখেন লিওনেল মেসি। সাবেক ক্লাবে তার ফেরার গুঞ্জন আরও জোরালো হয়। এবার কাতালুনিয়া ক্লাবের সাবেক সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনা ফরোয়ার্ডের ছবি প্রকাশের পর তাতে নতুন মাত্রা যোগ হলো।
অল্প কদিনের জন্য বার্সেলোনায় এসেছেন মেসি। বার্সার বর্তমান তারকা খেলোয়াড় ও তার সাবেক সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটসের সঙ্গে ডিনার করেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে একসঙ্গে ছবি তোলেন, সঙ্গে তাদের পরিবারের সদস্যরা ছিলেন। টিওয়াইসি স্পোর্টস সেই ছবি প্রকাশের পর আগামী মৌসুমে মেসির ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে।
রেস্তোরাঁ থেকে বেরিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কোনও প্রশ্নের উত্তর দেননি। তবে কিছু ভক্তের সঙ্গে ছবি তোলেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।