ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

newsup
প্রকাশিত মে ৬, ২০২৩
ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন দাবি করেছে, রাজধানী কিয়েভের আকাশে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের দাবি সঠিক হলে এটি হবে প্রথমবারের মতো রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতার প্রদর্শন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক একটি অস্ত্রের একটি হলো খিঞ্জাল ক্ষেপণাস্ত্র। রুশ সেনাবাহিনীর মতে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে দশগুণ বেশি। ফলে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে ভূপাতিত করা কঠিন।

হাইপারসনিক গতি এবং ভারী ওয়ারহেডের কারণে খিঞ্জাল ক্ষেপণাস্ত্র সুরক্ষিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। যেমন ভূগর্ভস্থ বাংকার কিংবা পাহাড়ি সুড়ঙ্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।