নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জো বাইডেন। ২৫ এপ্রিল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই হতে যাচ্ছেন ডেমোক্রেট দলের প্রার্থী। আগের ঘোষণা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদেও কোন পরিবর্তন আসছে না। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই রানিং ম্যাট হিসেবে থাকছেন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে।
২০২৪ সালের নির্বাচনের জন্য সবার আগেই প্রার্থীতা ঘোষণা করে বসে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ঘোষণাই নয়, মামলা , তদন্ত মোকাবেলা করেই তিনি প্রচারণায় নেমে পড়েছেন। রিপাবলিকানদের মধ্যে অন্যান্য প্রার্থীর দুর্বল নড়াচড়া থাকলেও বাইডেনকে সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে যাচ্ছেন।
নির্বাচনের ফলাফল যাই হোক, ট্রাম্প মাঠে থাকলে নির্বাচন নিয়ে উত্তেজনা থাকবে। আমেরিকার জনগণ আরেকদফা বাইডেন-ট্রাম্প নির্বাচনি যুদ্ধের ঐতিহাসিক সময়টির মুখোমুখি হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে জো বাইডেনের বয়স ৮০ বছর। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আগামী বছর নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটরা সমর্থন করেন বাইডেনকে। কিন্তু তার সময়কালে ডেমোক্রেট এই প্রেসিডেন্টের সবচেয়ে কম এপ্রুভাল রেটিং রয়েছে। বয়সের কারণে তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদে বর্তমানে সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট। কিছু মানুষ তার এই বয়সে আবার প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে প্রশ্ন তুলেছেন। যদি তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, তাহলে ওই মেয়াদের শেষে তার বয়স হবে ৮৬ বছর।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।