জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : স্বপন - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : স্বপন

newsup
প্রকাশিত মে ১১, ২০২৩
জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই : স্বপন

নাজির আহমদ স্বপন। একজন প্রতিষ্টিত ব্যবসায়ী ও সমাজ সেবক। সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তিনি। পেশায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাজির আহমদ স্বপন জড়িত রয়েছেন বিভিন্ন সংগঠন ও সামাজিক কর্মকান্ডে। তিনি সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক, স্বপন ট্রান্সপোর্টের চেয়ারম্যান। নাজির আহমদ স্বপন আশার কলি সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য, এ ছাড়া তিনি তার পুত্র তাওহিদ আহমদ রাব্বীর নামে তৈরি তাওহিদ আহমদ রাব্বী ট্রাস্টের চেয়ারম্যান। কুচাই পশ্চিমভাগ নোয়াগাঁও এলাকার হাজী মোহাম্মদ লাল মিয়া ও মাতা মোছাম্মদ ছকিনা বেগমের তৃতীয় সন্তান তিনি। বিগত করোনাকালীন ও বন্যার সময়ে নাজির আহমদ স্বপন তার পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষকে সাধ্যমতো সাহায্যে ও সহযোগিতা করেছেন। একুশে জুনের নির্বাচনে জয়লাভে আশাবাদি নাজির আহমদ স্বপন আজীবন এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি বলেন, আমি আমার ছেলের নামে তৈরি তাওহিদ আহমদ রাব্বী ট্রাস্টের মাধ্যমে অনেক গরীব অসহায় মানুষকে সহযোগিতা করে আসছি। জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।