“MUNDIALIDO” মিনি বিশ্বকাপ ইতালীতে - BANGLANEWSUS.COM
  • ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

“MUNDIALIDO” মিনি বিশ্বকাপ ইতালীতে

newsup
প্রকাশিত মে ১১, ২০২৩
“MUNDIALIDO” মিনি বিশ্বকাপ ইতালীতে

মালিক মনজুর ইতালি প্রতিনিধি : প্রতিবারের মত এবারও এই মাসের শেষের দিকে শুরু হতে যাচ্ছে এই MUNDIALIDO। বিশ্বের ২৯ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করবে, দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশ এই খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে !

বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালীর প্রধান উপদেষ্টা এম এ রব মিন্টু এবং সভাপতি বায়েজিদ আলী মাননীয় রাষ্ট্রদূত শামিম আহসানের সাথে সৌজন্য সাক্ষাত করে খেলোয়ারদের অনুশীলন এবং খেলোয়ার ও সংগঠনের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করলে তিনি মনোযোগ দিয়ে শুনেন এবং এ ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন দূতালয় প্রধান জনাব জসিম উদ্দিন , রাজনৈতিক সচিব আসিফ আনাম সিদ্দিক , ও ব্রাহ্মন বাড়িয়া সমিতির প্রধান উপদেশটা জনাব নজরুল ইসলাম বাবু ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।