তাঁকেই মনে পড়ে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৩, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তাঁকেই মনে পড়ে

newsup
প্রকাশিত মে ১৩, ২০২৩
তাঁকেই মনে পড়ে
শাহ মিজান :
তাহাজ্জুদের সময় হলে
এই বাড়িতে আর
শুনি না তো অযু পড়ার
শব্দ এখন তাঁর!
জা’মাত শেষে ইমাম সাহেব
ফিরে পেছন দিক
পান না খুঁজে সেই প্রিয়মুখ–
থাকতো যে রোজ ঠিক!
রোজ দুপুরে এই উঠোনে
রোদ পোহাতেন যিনি,
দুপুর রোদে এখন তো আর
বসেন না যে তিনি!
সন্ধ্যা হলে এখন আমি
যাই যদি ওই ঘরে,
যে নেই এখন দাদীর পাশে–
তাঁকেই মনে পড়ে!
দাদা ভাইয়ের জন্য আমার
মন করে আনচান,
তোমার কাছেই দাওগো প্রভু
আমার দাদার স্থান!
************************
১৩ বছর আগে প্রিয় দাদাকে হারানোর পর লেখা, তারপর হারালাম প্রিয় দাদিকেও!
আল্লাহ পাক তাঁদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।