ডেস্ক নিউজ: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে। তার পর তো টানা দুই জয়ে সিরিজ ২-০ তেও নিশ্চিত করেছে। তবে দুটি ওয়ানডেতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দ্বিতীয় ম্যাচটিতে আয়ারল্যান্ডের দেওয়া ৩২০ রানের বড় লক্ষ্য চেজ করে জিততে হয়েছে। তৃতীয় ম্যাচটিতেও হারতে বসা বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মোস্তাফিজ-শান্ত-হাসানের দারুণ বোলিংয়ে। স্নায়ুক্ষয়ী দুটি ম্যাচের ভিন্ন দুটি অভিজ্ঞতা আসন্ন বিশ্বকাপের আগে দারুণ কাজে দেবে বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত।
দুই বছর আগেও এই শান্তর পারফরম্যান্স নিয়ে বিস্তর সমালোচনা ছিল। তার পর তো নিজেকে আমূল বদলে ফেলেছেন। ব্যাট হাতে বইয়ে দিচ্ছেন রানের বন্যা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, প্রথম আন্তর্জাতিক উইকেট-সবকিছুই পেয়েছেন তিনি। হয়েছেন সিরিজ সেরাও। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের অভিজ্ঞতা নিয়ে নিজস্ব মূল্যায়ন দিয়েছেন তিনি, ‘যেটাতে ৩২০ চেজ করলাম, মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। বিশেষ করে বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। দুটো ম্যাচের অভিজ্ঞতা বিশ্বকাপে আমাদের খুব কাজে দেবে। আশা করি, সামনে এমন পরিস্থিতিতে পড়লে আমরা ভালো করতে পারবো।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।