চোট পেয়েছেন সালমান - BANGLANEWSUS.COM
  • ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

চোট পেয়েছেন সালমান

newsup
প্রকাশিত মে ১৮, ২০২৩
চোট পেয়েছেন সালমান

ডেস্ক নিউজ: বলিউড ভাইজান সালমান খান শনিবারই কলকাতায় শো করেছেন। মুম্বাইতে ফিরেই চলতি সপ্তাহে ‘টাইগার ৩’ ছবির শুটিংয়ে যোগ দেওয়ার কথা ছিল। এই পর্বেই তার সঙ্গে শুটিং করার কথা আরেক খান শাহরুখের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রের খবর, ‘মাড আইল্যান্ড’ ছবির শুটিংও শুরু হয়েছে। তবে সমাজমাধ্যম বলছে অন্য কথা!

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন সালমান। সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন তিনি। খালি গা। তবে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেতার পিঠে সাঁটা বিশেষ টেপ। সাধারণত শরীরের কোথাও চোট লাগলে চিকিৎসকের পরামর্শে রোগীরা এই ধরনের টেপ ব্যবহার করেন। সঙ্গে সালমানের লেখা ক্যাপশনটিও অনেকের চোখে পড়েছে।

‘দাবাং’ অভিনেতা লিখেছেন, ‘যখন কেউ ভাবে যে সে সারা পৃথিবীর ওজন তার কাঁধে তুলে নিয়েছে, তখন আমি বলি, আগে পাঁচ কিলোর ডাম্বল তুলে দেখাও।’ সঙ্গে লিখেছেন,‘টাইগার আহত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।