ইউক্রেনীয় অস্ত্র গুদামে সফল হামলার দাবি রাশিয়ার - BANGLANEWSUS.COM
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ইউক্রেনীয় অস্ত্র গুদামে সফল হামলার দাবি রাশিয়ার

newsup
প্রকাশিত মে ১৮, ২০২৩
ইউক্রেনীয় অস্ত্র গুদামে সফল হামলার দাবি রাশিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে বিদেশে নির্মিত অস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদামে সফল হামলার দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার মস্কো বলেছে, নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে বুধবার দিবাগত রাতে এই হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

দৈনন্দিন ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সেনাবাহিনী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাগর ও আকাশ থেকে বিদেশে নির্মিত অস্ত্র ও সরঞ্জামের একটি বড় গুদামে হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

মন্ত্রণালয় আরও বলেছে, হামলার ফলে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের মজুত ধ্বংস হয়েছে। রিজার্ভ সেনাদের অগ্রগতি ঠেকানো হয়েছে। ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার ছোড়া ৩০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৯টি তারা ভূপাতিত করেছে। ওডেসাতে রুশ হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। চলতি মাসে নবমবারের মতো রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।