চীনের গুয়াংশিতে বাংলাদেশিরা - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

চীনের গুয়াংশিতে বাংলাদেশিরা

newsup
প্রকাশিত মে ২২, ২০২৩
চীনের গুয়াংশিতে বাংলাদেশিরা

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংশিতে বসবাসরত ঝুয়াং এবং ইয়াও জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনযাত্রার মান উন্নয়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ও মিডিয়া কর্মীদের অংশগ্রহণে চার দিনব্যাপী ট্যুর অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকারের আমন্ত্রণে বাংলাদেশি শিক্ষার্থী ও মিডিয়া কর্মীরা এই সফরে অংশ নেন। গত রোববার ‘আন্তর্জাতিক মিডিয়া ট্যুর’ গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাইবিন শহরে আয়োজিত হয়। এই শহরটি গভীর ইতিহাস, দুর্দান্ত সংস্কৃতি এবং মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বেশ সুপরিচিত।

ট্যুরটি আয়োজন করে লাইবিন শহরের পার্টি কমিটির প্রচার বিভাগ এবং সহযোগিতা করে চীনের মর্যাদাপূর্ণ সংবাদমাধ্যম চায়না ডেইলি। ভ্রমণে অভিজ্ঞতা অর্জন করার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ও মিডিয়া কর্মীরা লাইবিন শহরের বিভিন্ন কাউন্টি ও গ্রাম পরিদর্শন করেন।

চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি গবেষক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং গুইলিন ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক টেকনোলজিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মাহফুজুর রহমান এই সফরে অংশগ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।