ভিনিসিয়ুসের পাশে এমবাপ্পে-নেইমার - BANGLANEWSUS.COM
  • ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ভিনিসিয়ুসের পাশে এমবাপ্পে-নেইমার

newsup
প্রকাশিত মে ২২, ২০২৩
ভিনিসিয়ুসের পাশে এমবাপ্পে-নেইমার

স্পোর্টস ডেস্ক: আবারও বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রবিবার ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে আর নিজেকে ধরে রাখতে পারেননি। মেজাজ হারিয়ে হাতাহাতি করে লাল কার্ড দেখেছেন। ম্যাচের পর ক্ষোভ ঝারেন, ‘এখন লা লিগা আসলে বর্ণবাদীদের।’

এই ঘটনায় সোচ্চার কণ্ঠে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভিনিসিয়ুসের জাতীয় দলের সতীর্থ নেইমার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও পাশে দাঁড়িয়েছেন। ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনালদোও সরব প্রতিক্রিয়া জানান সোশ্যাল মিডিয়ায়।

পিএসজির মহাতারকা এমবাপ্পে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘তুমি একা নও। আমরা তোমার সঙ্গে আছি এবং তোমাকে সমর্থন জানাই।’ একই সুর নেইমারের, ‘আমি তোমার সঙ্গে আছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।