ইরফান-নাঈমের দৃঢ়তায় বাংলাদেশের লিড - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩১, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইরফান-নাঈমের দৃঢ়তায় বাংলাদেশের লিড

newsup
প্রকাশিত মে ২৫, ২০২৩
ইরফান-নাঈমের দৃঢ়তায় বাংলাদেশের লিড

ডেস্ক রিপোর্ট: প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের নিস্প্রভ ব্যাটিংয়ের রেশ দ্বিতীয় ইনিংসেও থেকে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ের পরও সাদমান ইসলাম, শাহাদাত হোসেন দিপুর হাফ সেঞ্চুরির পর ইরফান শুক্কুর-নাঈমের প্রতিরোধে ১৬৬ রানের লিড নিতে পেরেছে বাংলাদেশ। সিলেটে তৃতীয় দিন সকালে স্বাগতিকরা বাকি চার ব্যাটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’দলের বিপক্ষে কতখানি লড়াই করতে পারে সেটাই দেখার। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ৬ উইকেটে ২৭৪।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৭ রান করেছিল। জবাবে দ্বিতীয় দিন ৩১ রানে এগিয়ে থেকে শেষ করে ক্যারিবিয়ানরা। বৃহস্পতিবার ২৬৮ রান নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল শেষ পর্যন্ত ৯৬.১ ওভারে ৩৪৫ রানে থেমেছে। আগের দিন ৯১ রানের ইনিংস খেলা কার্ক ম্যাকেঞ্জির পর কিসি কারটি ৬৮ রানের ইনিংস খেলেছেন। এছাড়া জশুয়া ডা সিলভা খেলেন ৪৭ রানের ইনিংস।

বাংলাদে ‘এ’ দল বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’।
ম্যাচের একটি মুহূর্ত।
তানজিম হাসান সাকিব ৫৯ রানে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সাইফ হাসান নেন দুটি উইকেট।

বাংলাদেশ ১০৮ রানে পিছিয়ে থেকে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। ব্যাটিংয়ের চিত্রনাট্য বদলায়নি এবারও। টপ অর্ডারে ওপেনার সাদমান ইসলাম ভালো করলেও বাকি তিন ব্যাটার জাকির হাসান (১৩), সাইফ হাসান (১৬) ও নাঈম শেখ (২৮) দ্রুত আউট হয়েছেন। চতুর্থ উইকেটে মিডল অর্ডারে শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওপেনার সাদমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।