মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটিতে প্রথম বাংগালি দেলওয়ার মানিক সম্পাদক নির্বাচিত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৩৭, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটিতে প্রথম বাংগালি দেলওয়ার মানিক সম্পাদক নির্বাচিত

newsup
প্রকাশিত মে ২৬, ২০২৩
মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটিতে প্রথম বাংগালি দেলওয়ার মানিক সম্পাদক নির্বাচিত

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃগত ২৩ মে ২০২৩.মংগলবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নতুন কমিটির ২০২৩-২০২৪ অভিষেক অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেনট চক আলবান্স এর পরিচালনায় সাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ।খবর বাপসনিঊজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নতুন কমিটির শপথ বাক্য পাঠ পরিচানা করেন কুইন্স ডিস্ট্রিক্ট এটনী মালিন্ডা কেটস। মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের কমিটিতে এই প্রথম বাংগালী সম্পাদক নির্বাচিত হলেন দেলওয়ার মানিক ।তিনি দীর্ঘ দিন এ সংগঠনে বিভিন্ন পদে দায়িও পালন করেছেন।

এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সাবেক কাউন্সিলম্যান সিডিসির সিনিয়র প্রেসিডেনট পল ভ্যালন , ইউএস কংগ্রেস নিউইয়র্ক ডিস্ট্রিক্ট -৩ সাবের প্রার্থী রবার্ট ,কুইন্স সিভিল জাজ প্রার্থী এভালিন গোং সহ আরোও অনেক নেতৃবৃনদ ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিডিসি সদস্য এবং সাবেক বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃনদ অংশ নেন এ অনুষ্ঠানে ।শেষে সবাইকে নৈশভূজ্ আপ্যায়ন করা হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।