ডেস্ক রিপোর্ট: আগেই বাংলাদেশের দুই ফুটবলার সাজেদা খাতুন ও আনুচিং মোগিনি দল ছেড়ে চলে গেছেন। গত কয়েক দিনের মধ্যে আরও দুই নির্ভরযোগ্য ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও আঁখি খাতুন ক্যাম্পে অনুপস্থিত। স্বপ্না তো অবসরের ঘোষণা দিয়েছেন। আর আঁখি যাচ্ছেন চীনে। এদের পাশাপাশি সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কোনও চাপ অনুভব করছেন না।
এক প্রশ্নের উত্তরে সভা শেষে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখানে চাপের কিছু নেই। আমরা ফুটবল খেলি বছরের পর বছর ধরে। মেয়েরা যাচ্ছে আসছে, এটা পৃথিবীর নিয়ম। ম্যারাডোনা নেই, মেসি এসেছে। মেসি চলে যাবে। রোনালদো সৌদি আরবে গেছে। এটা সম্পূর্ণ যাওয়া আসার একটা প্রক্রিয়া। ওটার সঙ্গে এটা কিছু নয়।’
ছোটনের পদত্যাগপত্র আজই হাতে পেয়েছেন বাফুফে সভাপতি। বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন তিনি, ‘কোচ পদত্যাগ করেছে। আবার আসবে। বরখাস্ত হবে। গোটা পৃথিবী এভাবে চলছে। স্থায়ী কিছু তো নেই।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।