মস্কোয় ড্রোন হামলার দায় অস্বীকার ইউক্রেনের - BANGLANEWSUS.COM
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

 

মস্কোয় ড্রোন হামলার দায় অস্বীকার ইউক্রেনের

newsup
প্রকাশিত মে ৩০, ২০২৩
মস্কোয় ড্রোন হামলার দায় অস্বীকার ইউক্রেনের

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কোয় বেশ কয়েকটি ভবনে ড্রোন হামলায় নড়েচড়ে বসেছে পুতিন প্রশাসন। এই হামলায় প্রাথমিকভাবে ইউক্রেনকে দোষারাপ করছে দেশটির সরকার। কিন্তু মস্কোয় হামলার দায় তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে কিয়েভ।

মঙ্গলবার সকালে মস্কোয় ড্রোন বিস্ফোরণের খবর প্রকাশ করে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বেশ কয়েকটি ভবনে ক্ষতিগ্রস্তের ছবি সামনে এসেছে। এ ঘটনাকে ‘বিরল’ উল্লেখ করে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মেয়র সের্গেই সোবিয়ানিন।

এ ঘটনায় ইউটিউব চ্যানেলে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডালিয়াক বলেন, এর সঙ্গে আমাদের কোনও হাত নেই।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রাম চ্যানেলে জানান, মস্কোর দিকে যাওয়ার সময় কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে নিরাপত্তা বাহিনী। সবগুলোই ধ্বংস করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।