সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে ফ্রান্সকে আতিথ্য দেবে জার্মানি
৩১ মে ২০২৩, ০৩:১৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দ্রুতই জায়ান্টরা ইউরোর বাছাই মিশন শুরু করবে। সেই জায়গায় স্বস্তিতে আছে জার্মানি। টুর্নামেন্টের আয়োজক হওয়ায় স্বনিয়ন্ত্রিতভাবে মূল পর্বে খেলবে তারা। তবে নিজেদের ঝালিয়ে নিতে বসে থাকার সুযোগ নেই। প্রীতি ম্যাচ আয়োজনের দিকে ঝুঁকেছে জার্মানি। সেপ্টেম্বরে তারা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে।
ফরাসি ফুটবল ফেডারেশন মঙ্গলবার সূচির কথা নিশ্চিত করেছে। ম্যাচটা অনুষ্ঠিত হবে ১২ সেপ্টেম্বর বরুশিয়া ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে। প্যারিসে তার পাঁচ দিন আগে বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে আতিথ্য দেবে ফরাসিরা।
ইউরোর আগে প্রীতি ম্যাচ খেলেই জার্মানি নিজেদের ঝালিয়ে নেবে। ফ্রান্সও অবশ্য ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে। ম্যাচটা হবে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিলে।