স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি যে পিএসজি ছেড়ে যাচ্ছেন সেটা জানা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো ক্লাবটির কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন, লিগ ওয়ানে ক্লারমন্তের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেই বিদায় নিচ্ছেন মেসি।
অনেক দিন ধরে শোনা যাচ্ছিল গ্রীষ্মে চুক্তি শেষ হতেই মেসি পিএসজি ছেড়ে যাবেন। পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল হিলালের কথা।
লিগের শেষ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়টিকে কোচিং করার সুযোগ আমার হয়েছে। লিগের এই ম্যাচটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। আশা করবো এই ম্যাচে সে উষ্ণ অভ্যর্থনা পাবে।’
দল ছাড়ার গুঞ্জনের মাঝেই পিএসজি সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন মেসি। স্টেডিয়ামে দুয়োর শিকারও হয়েছেন। পিএসজি কোচ অবশ্য শেষ বেলাতে মেসির ঢাল হয়ে কথা বলেছেন, ‘এই বছর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল মেসি। সব সময়ই খেলার জন্য উন্মুক্ত থেকেছে। ফলে আমার মনে হয় না যে মন্তব্য বা সমালোচনা হয়েছে সেগুলো ঠিক ছিল। দলের জন্য মেসি সব সময়ই পাশে ছিল। ফলে পুরো মৌসুমে তাকে পাওয়াটা সম্মানের।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।